প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৪৪:২৫ প্রিন্ট সংস্করণ
নোয়াখালী চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের রমাপুর গ্রামে আলহাজ্ব মো. ইউসুফ জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমা নামাজের মাধ্যমে মুফতি সামছুল আলম মসজিদের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় মসজিদের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক দানবীর শিল্পপতি আলহাজ্ব মো. ইউসুফ বলেন রমাপুর, বক্তারপুর ও পূর্ব গোবিন্দপুরের তিন গ্রামের মুসল্লিদের নামাজ আদায়ের জন্য মসজিদটি প্রতিষ্ঠা করা হয়েছে। এই সময় তিনি মসজিদটি সুন্দরভাবে পরিচালনার জন্য এলাকার সকলের সহযোগিতা কামনা করেছেন।
বাগে ইব্রাহিম দারুল আযহা মাদ্রাসা সংলগ্ন মনোরম পরিবেশে সর্বাধুনিক সুযোগ সুবিধা রেখে এই অন্যতম দৃষ্টিনন্দন মসজিদটি প্রতিষ্ঠা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী রহমত উল্লাহ হেলাল, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত সহ সাংবাদিক ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুসল্লিরা সহ এলাকার সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।