চট্টগ্রাম

জামিজুরী বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:১৬:২১ প্রিন্ট সংস্করণ

জামিজুরী বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ‘জামিজুরী বালক উচ্চ বিদ্যালয়’ এর ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ এবং রাখাল চন্দ্র দাশ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শ্যামল কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মুহাম্মদ লেয়াকত আলী। 

বিশেষ অতিথি ছিলেন- দোহাজারী পৌরসভা এলডিপির সদস্য সচিব আবু নাছির মো. সালাহউদ্দিন, রাখাল চন্দ্র দাস স্মৃতি ফাউন্ডেশন চেয়ারম্যান পলাশ দত্ত, ভূমি দাতা সদস্য নিহার কান্তি চৌধুরী, ভদন্ত শীলরক্ষিত মহাস্থবির, শিক্ষক বিকাশ কান্তি দাশ, সাবেক অভিভাবক সদস্য প্রদীপ কান্তি দাশ, দোহাজারী পৌরসভা গনতান্ত্রিক যুবদল সভাপতি কায়ছার হামিদ, সাধারণ সম্পাদক মো. মুবিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক, গনতান্ত্রিক ছাত্রদল সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক করিম উদ্দিন রানা।

এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়টির শিক্ষক মো. নিরব, উর্মিলা রাণী, উম্মে সালেহা, সীমা রাণী দাশ, রনি দাশ, ছোটন দাশ, মাওলানা নুরুল হক, মনিফা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক উজ্জল বড়ুয়া ও আবদুল গাফফার রানা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথি ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন। বিদায়ী শিক্ষার্থীরা বিদ্যালয়ের জন্য নানান উপহার প্রদান করেন। এছাড়া রাখাল চন্দ্র দাস স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয়টির ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫৫ জন শিক্ষার্থীকে এক বছরের বেতন, শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জণ করা ১২জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ এবং ৪০ জন এসএসসি পরীক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।