দেশজুড়ে

স্বরূপকাঠির মিয়ারহাট বন্দরে আগুনে পুড়ল ৬১ দোকান

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৪০:৪৫ প্রিন্ট সংস্করণ

স্বরূপকাঠির মিয়ারহাট বন্দরে আগুনে পুড়ল ৬১ দোকান

পিরোজপুরের স্বরূপকাঠির মিয়ারহাট বন্দরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬১ টি দোকান পুড়ে ভস্মীভুত হয়েছে। একই সাথে ওই বন্দরের মাছ বাজার শেডসহ ২ টি দোকানের আংশিক পুড়ে গেছে। মঙ্গলবার ভোর আনুমানিক ছয়টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪০ কোটি টাকা বলে ফায়ার সার্ভিস সুত্রে জানায়। তবে ব্যবসায়ী সুত্র ৫০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির দাবী করেছেন।

বন্দর ব্যবসায়ী সুত্রে জানা গেছে, স্থানীয়রা মঙ্গলবার ভোরে ওই বন্দরের ব্যবসায়ী বাবুর পাখির দোকানে আগুন দেখতে পান। এ সময় মিয়ারহাট বন্দর জামে মসজিদসহ পার্শবর্তী এলাকার মসজিদের মাইক থেকে বন্দরে আগুন লাগার সংবাদ ঘোষনা দেয়া হয়। সংবাদ শুনতে পেয়ে লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় মুদি মনোহরি, পোলট্রি ফিড, রং, হার্ডওয়্যার,শাড়ি কাপড়, কসমেটিকসের দোকানসহ ৬১ টি ব্যবসা প্রতিষ্ঠান মালামাল সহ পুড়ে যায়।

খবর পেয়ে স্বরূপকাঠি,বানারীপাড়া ও কাউখালীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। নেছারাবাদ ফায়ার সার্ভিসের লিডার মো. সাজেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট আগুনের সুত্রপাত। তদন্তে সঠিক কারণ জানাযাবে।

অগ্নিকান্ডে প্রায় ৪০ কেটি টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান। পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে থাকার ঘোষনা দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রায়হান মাহমুদ, ওসি মো. বনি আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content