প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৩৫:৫৩ প্রিন্ট সংস্করণ
নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি পরবর্তী উপজেলার বড়াল সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুরাইয়া মমতাজ, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আরিফুল ইসলাম তপু ও ১নং পাঁকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রমুখ।