রাজশাহী

পুলিশি সহায়তায় প্রতিবন্ধী যুবক ফিরে পেল তার পরিবার

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:২৭:০৮ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় পুলিশের সহায়তায় হেলাল নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক ফিরে পেল তার পরিবার। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে ওই যুবককে তার পিতার হাতে হস্তান্তর করে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। ওই যুবক জয়পুরহাট সদর উপজেলার কড়ই হাজীপাড়া গ্রামের ওসমান গনীর ছেলে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বাগাতিপাড়া পৌর এলাকার পেড়াবাড়িয়া মহল্লার রাকিবুল ইসলাম চাঁদ সোমবার রাতে ৯৯৯ এ কল করে জানান তার বাড়ির সামনে অস্বাভাবিকভাবে এক যুবক বসে আছে। এমন খবরের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে হেলাল নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে তার দেওয়া সামান্য তথ্যমতে তার পরিবারের কাছে খবর দেওয়া হয়

। মঙ্গলবার দুপুরে তার বাবা ওসমান গনী ও এক চাচাতো ভাই ওই প্রতিবন্ধী হেলালের উপযুক্ত প্রমাণ নিয়ে এলে তাদের কাছে উদ্ধারকৃত হেলালকে হস্তান্তর করা হয়। হেলালের বাবা ওসমান গনী বলেন, তার ছেলে গত ৩ বছর থেকে আস্তে আস্তে মানসিক রোগীতে পরিনত হয়। তাকে পাবনার মানসিক হাসপাতালসহ বিভিন্ন ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিয়েও আশানুরুপ ফল পাওয়া যায়নি। সোমবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর থেকে হঠাৎ করেই তাকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ফেসবুকে তার ছবি দিয়ে একটা হারানো বিজ্ঞপ্তিও দেয়া হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে বাগাতিপাড়া থানার ফোন কল পেয়ে নিশ্চিত হন যে হেলাল সেখানে আছে। আজ মঙ্গলবার তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরছেন তারা। জানাযায় এর আগেও এভাবে নিখোঁজ হয়েছিল হেলাল। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯ এ কলের মাধ্যমে জানতে পেয়ে প্রতিবন্ধী হেলাল কে উদ্ধার করে থানায় রাখা হয় এবং মঙ্গলবার তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন, হেলালের বাবার মুখে শুনে এবং তার চিকিৎসা পত্র দেখে তিনি নিশ্চিত হন যে উদ্ধারকৃত হেলাল একজন মানসিক প্রতিবন্ধী যুবক।

 

 

আরও খবর

Sponsered content

Powered by