বাংলাদেশ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে দক্ষতার প্রমাণ দিতে হবে: রিজভী

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৩৩:৪২ প্রিন্ট সংস্করণ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে দক্ষতার প্রমাণ দিতে হবে: রিজভী
ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশ অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে। যদি প্রশাসন যথাযথ কাজ না করে, তবে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব সবাইকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। এক্ষেত্রে তাকে (স্বরাষ্ট্র উপদেষ্টা) দক্ষতার প্রমাণ দিতে হবে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, দিনে-দুপুরে সন্ত্রাস, ছিনতাই ও ধর্ষণের মত ঘটনা ঘটছে। তারা (সরকার) সাধারণের জীবনের নিরাপত্তা দিতে পারছে না। 

তিনি আরও বলেন, এখন পাড়া মহল্লায় গডফাদার তৈরি হ‌চ্ছে। মানুষ আত‌ঙ্কিত। হাসিনার পতনের পর সবাই শান্তিতে থাকবে, এমনটাই প্রত্যাশা ছিল জনগণের। কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ভূমিকা নিশ্চিতেরও আহ্বান জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

অভিযোগ এনে রিজভী বলেন, আমাদের সমন্বয়ের সংস্কৃতির ধারা ভেঙে ফেলা হচ্ছে। যে মাজারে যেতে চায় যাবে। কেন বসন্তবরণ, নাটকে বাধা দেওয়া হচ্ছে? কেন মাজার ভাঙা হবে? 

তিনি বলেন, আমরা যেমন মসজিদে যাই, তেমন বসন্তবরণ কিংবা নজরুল জয়ন্তী, রবীন্দ্রজয়ন্তী করেছি। আমাদের হাজার বছরের সমন্বিত সংস্কৃতি আছে। কৃষ্টি কালচারের চর্চা হবে না, এটা হবে না। 

রাজনীতি মানে শুধুমাত্র মিছিল মিটিং করা নয় উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, যেসব দেশে প্রকৃত গণতন্ত্রের চর্চা আছে তারা মনে করে, যে যত সমাজসেবামূলক কাজ করছে তার ওপরে একজনের রাজনৈতিক ক্যারিয়ার নির্ভর করে। 

অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন নিয়েও কথা বলেন রিজভী।

তিনি বলেন, নানা বিষয় বিবেচনায় ও নানা জিনিস মাথায় রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সংগঠনটি তৈরি করেছেন। যাদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন, তারা অত্যন্ত সুচারুভাবে দায়িত্বটি পালন করে যাচ্ছেন।

আরও খবর

Sponsered content