চট্টগ্রাম

বাঁশখালীতে জামায়াতের ইমাম ও ওলামা সম্মেলন সম্পন্ন

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:০৭:০৫ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে জামায়াতের ইমাম ও ওলামা সম্মেলন সম্পন্ন

চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইমাম ও ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পৌরসভাস্থ রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাঁশখালীর বিভিন্ন মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিবগণ অংশগ্রহণ করেন।

এতে জামায়াতে ইসলামী উপজেলা ওলামা কমিটির সভাপতি অধ্যাপক মাও শহিদ উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর ছাদেক। প্রধান বক্তার আলোচনা রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল ইসলাম।

ওলামা কমিটির সেক্রেটারী মাও শিহাব উদ্দিনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলার মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারী অধ্যক্ষ আরিফ উল্লাহ। এ ছাড়াও অধ্যক্ষ মাও মীর আহমদ আনচারী, অধ্যক্ষ মাও মোশাররফ হোছাইন, অধ্যক্ষ মাও আজিজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক মাও শহিদ উল্লাহ কে সভাপতি ও মাও শিহাব উদ্দিন কে সেক্রেটারী করে ২০২৫-২৬ সেশনের জন্য  ৩৩ সদস্য বিশিষ্ট উপজেলা জামায়াতের ওলামা কমিটি ঘোষণা করা হয়।

আরও খবর

Sponsered content