প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:১৩:৫২ প্রিন্ট সংস্করণ
কুমিল্লার দেবিদ্বার পৌর ছোটআলমপুর বন্ধু মহল সংগঠন ও যুব সমাজের উদ্যোগে দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্থানীয় এলাকাবাসী নিয়ে বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় ছোটআলমপুর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সংলগ্ন খোলা মাঠে দেবিদ্বার উপজেলা বিএনপির সহ-সভাপতি সুদন ডিলারের সভাপতিত্বে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চার বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী।
এ সময় বক্তরা বলেন, চাঁদাবাজ ও মাদক মুক্ত সমাজ গঠনে ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী অনলাইনে সফট্ওয়্যার এর মাধ্যমে যে অভিযোগ বক্স স্থাপন করেছেন তা উপজেলার প্রতিটি এলাকায় সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনে সহায়ক হিসাবে ভূমিকা পালন করছে ।
ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী বলেন ,যে কোনো জায়গায় সন্ত্রাসীরা মাদক ও চাঁদাবাজে লিপ্ত হলে তার অভিযোগ বাক্সে অভিযোগ দিলে অভিযোগকারীর তথ্য পরিচয় গোপন রেখে প্রশাসনকে হাতে নিয়ে তা নির্মুল করা হবে ।
এ ছাড়া অন্যান্যদের উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেম পাঠান ভুলু,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবীর আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুকবল হোসেন, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল সাইফুল, পৌর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন,পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিল্লু ও মুস্তফা কামাল প্রমুখ।