চট্টগ্রাম

জব্বারের বলী খেলায় এবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৪ , ৭:৩৩:৩২ প্রিন্ট সংস্করণ

জব্বারের বলী খেলায় এবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

দেশের ঐতিহ্যবাহী চট্টগ্রামের জব্বারের বলীখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারিরা। এবারের আসরে রানার্সআপ হয়েছেন সীতাকুণ্ডের রাশেদ। গতবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন কুমিল্লার শাহজালাল বলী।

আজ বিকেল দুই বলির চূড়ান্ত কুস্তি শুরু হয়। এরপর কুমিল্লার হোমনা এলাকার বাঘা শরীফ বলীকে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়ে রাঙামাটির সৃজন চাকমাকে হারিয়ে ফাইনালে যান রাশেদ। দ্বিতীয় সেমিফাইনালে রাসেলের এর প্রতিপক্ষ ছিলেন বাঘা শরীফ।

ফাইনালে প্রায় ১১ মিনিট লড়াইয়ের পর বাঘা শরীফের কাছে হার মানতে হয় রাশেদের। এর আগে বলী খেলার এ বারের আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন তরিকুল ইসলাম জীবন ও শাহ জালাল বলী। এ আসরের চ্যাম্পিয়ন বাঘা শরীফকে সুযোগ করে দিতে নিজেদের নাম প্রত্যাহার করে নেন তারা।

এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পান সৃজন চাকমা। এ নিয়ে টানা তৃতীয়বার তৃতীয় স্থান অধিকার করেন তিনি। এর আগে বিকেল চারটায় শুরু হওয়া এবারের আসরে প্রায় ১০০জন বলী অংশ নেন।

আরও খবর

Sponsered content

Powered by