আন্তর্জাতিক

জেলেনস্কিকে অবশ্যই ট্রাম্পের সাথে সম্পর্ক সংশোধন করতে হবে : ন্যাটো

  প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ২:৪৬:৩৬ প্রিন্ট সংস্করণ

জেলেনস্কিকে অবশ্যই ট্রাম্পের সাথে সম্পর্ক সংশোধন করতে হবে : ন্যাটো
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে নজিরবিহীন বাগবিতণ্ডার ঘটনা ঘিরে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। এই ঘটনার জেরে জেলেনস্কিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর এবার এই ঘটনায় বার্তা দিয়েছে সামরিক জোট ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন এই জোটের প্রধান বলেছেন, জেলেনস্কিকে অবশ্যই ট্রাম্পের সাথে সম্পর্ক সংশোধন করতে হবে। এমনকি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলার কথাও জানিয়েছেন তিনি। শনিবার (১ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ন্যাটো মহাসচিব মার্ক রুট শনিবার বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক সংশোধনের একটি উপায় খুঁজে বের করা। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুট বলেছেন, হোয়াইট হাউসে তার (জেলেনস্কি) এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে জেলেনস্কির সাথে তিনি ফোনে দু’বার কথা বলেছেন।

তিনি ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন উল্লেখ করে রুট বলেছেন, ফোনালাপে কী আলোচনা হয়েছে তা বলার জন্য তিনি অনুমোদিত ব্যক্তি নন। ন্যাটো প্রধান বলেন, তিনি জেলেনস্কিকে বলেছেন, ট্রাম্প এখন পর্যন্ত ইউক্রেনের জন্য যা করেছেন তা সম্মান করা উচিত। রুট আরও বলেন, ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে আগের দিনের বাকবিতণ্ডার ঘটনা ছিল দুর্ভাগ্যজনক এবং তাদের সম্পর্ক মেরামত করা দরকার। তার ভাষায়, এটি গুরুত্বপূর্ণ যে আমেরিকান প্রেসিডেন্ট এবং সিনিয়র নেতৃত্বের সাথে তার প্রেসিডেন্ট জেলেনস্কি যেন সম্পর্ক মেরামত করার একটি উপায় খুঁজে বের করেন।

তিনি বলেন, তিনি জেলেনস্কি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে টেলিফোন কথোপকথনেও এই বিষয়টি উত্থাপন করেছেন। রুট আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে ট্রাম্প মার্কিন জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক মিসাইল সিস্টেম বিক্রির অনুমোদন দিয়েছিলেন। আর এটি ইউক্রেনকে রাশিয়ার হামলার প্রতিক্রিয়া জানাতে শক্তি যুগিয়েছিল।

আরও খবর

Sponsered content