আন্তর্জাতিক

দিল্লিতে আটকা পড়েছেন জাস্টিন ট্রুডো

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৩ , ২:৫৮:২২ প্রিন্ট সংস্করণ

দিল্লিতে আটকা পড়েছেন জাস্টিন ট্রুডো

জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রতিনিধিদল নিয়ে ভারতে আসেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রূডো। কথা ছিল, সম্মেলেন শেষ করেই গতকাল রোববার দেশের উদ্দেশে পাড়ি দেবেন। তবে ট্রুডোসহ তার প্রতিনিধিদল দিল্লিতেই আটকা পড়েছেন। খবর গার্ডিয়ানের।

কানাডার কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ট্রুডো ও প্রতিনিধিদলকে দিল্লিতে আরও একদিন বেশি থাকতে হয়েছে। কেননা তাদের বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। 

গতকাল রোববার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার মাধ্যমে জি-২০ সম্মেলনের সমাপ্তি হয়। এরপরেই মোদির সঙ্গে বৈঠকে বসেন ট্রুডো। সেই বৈঠক শেষে দিল্লি বিমানবন্দর থেকে দেশে ফেরার কথা ছিল ট্রুডোর।

রাত ৮টার সময়ে বিমানবন্দরেও যান কানাডার প্রধানমন্ত্রী। ঠিক সেই সময়েই তার বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও জানিয়ে দেওয়া হয়, রোববার দেশে ফিরতে পারছেন না ট্রুডো ও তার সঙ্গীরা।

তবে ট্রুডোর বিমানে কি ত্রুটি ধরা পড়েছে তা খোলসা করা হয়নি।

আরও খবর

Sponsered content

Powered by