বাংলাদেশ

শুল্ক ফাঁকি রোধে স্ক্যানার কেনা বিলম্বিত হওয়ায় উদ্বেগ অর্থমন্ত্রীর

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২১ , ১:০৫:৫০ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক:

কাস্টমস হাউসগুলোতে শুল্ক ফাঁকি রোধে স্ক্যানার কেনা বিলম্বিত হওয়ায় উদ্বেগ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত কাস্টমস দিবসের আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আদায়ে ছাড় দিলে বাজেটে ঘাটতি বাড়বে। আলোচনায় এফবিসিসিআই সভাপতি ফজলে ফাহিম বলেন, শুল্ক ও করের আওতা বাড়িয়ে হার কমানোকে গুরুত্ব দিতে হবে।

সময়ের সঙ্গে দেশের আমদানি-রফতানি বা আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ বেড়েছে। কিন্তু কাস্টমস হাউসের আধুনিকায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়েনি প্রত্যাশিত হারে। এতে নিত্যনতুন অপকৌশলে কর ফাঁকি দিচ্ছেন অনেক ব্যবসায়ী।

পণ্যের কন্টেইনারে বালু বা এক পণ্যের ঘোষণায় অন্য পণ্য আমদানি রফতানির ঘটনা তুলে ধরে, সকল কাস্টমস হাউসে দ্রুত আধুনিক স্ক্যানার বসানোর নির্দেশ দেন অর্থমন্ত্রী।

সৎ ব্যবসায়ীদের সহযোগিতা করে রাজস্ব আদায়কে আরও গতিশীল করার আহ্বানও জানান মন্ত্রী।

আলোচনা অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি ফজলে ফাহিম বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতগুলোকে মূলধারায় আনতে হবে। এ জন্য ব্যাংকভিত্তিক লেনদেনে চালান ব্যবহারকে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, করোনা মহামারির মধ্যেও পণ্যের সাপ্লাই চেইন সচল রাখতে ভূমিকা রেখেছেন কাস্টমস কর্মকর্তারা।

অর্থবছরের প্রথম ছয় মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এনবিআর প্রায় ৩১ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় করেছে।

আরও খবর

Sponsered content

Powered by