চট্টগ্রাম

বোয়ালখালীতে চোলাই মদসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৫ , ৫:০৫:০৮ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালীতে চোলাই মদসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৩শ’ লিটার চোলাই মদসহ  বিষু দাস (৪১)নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে বোয়ালখালী পৌর সদরের পূর্ব গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় বিষুর কাছ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ৩শ’ লিটার চোলাই মদ জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃত  বিষু দাশ বোয়ালখালী পৌর সভার ৪নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী সর্দার পাড়ার মৃত বিমল দাসের ছেলে।

বোয়ালখালী থানার পুলিশ উপ-পরিদর্শক  (এসআই) মো. জুয়েল রানা বলেন, বিষুকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 

৩শ’ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়।

বিষুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর বুধবার (৫ মার্চ) সকালে আদালতে প্রেরণ করা হয়।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)

গোলাম সারোয়ার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষু নামের মাদক বিক্রেতাকে ৩শ’ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিষু দাশের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর বুধবার (৫ মার্চ) আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content