দেশজুড়ে

সিংড়ায় অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই; ইউএনও’র সহায়তা

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ৬:৫৯:৩৬ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই; ইউএনও’র সহায়তা

নাটোরের সিংড়া পৌরসভার নিংগইন এলাকার মজিবর রহমানের বাড়ির ৫টি ঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৭ মার্চ) রাত ৮টায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সিংড়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় মজিবর রহমানের ৫টি ঘর। আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ওই পরিবারের সদস্যরা।

তাৎক্ষণাত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে প্রাথমিক ভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি চাল, কম্বল ও নগদ ১০ হাজার টাকা প্রদান করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

ক্ষতিগ্রস্ত মজিবর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় ইফতার শেষে আমরা জরুরি কাজে বাড়িতে তালাচাবি দিয়ে বাহিরে যাই। এরপর খবর পেয়ে বাড়িতে আসি, কিছু বুঝে ওঠার আগেই সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ঘরের কোনো মালামাল নামাতে পারিনি। আগুনে ঘরে থাকা নগদ টাকা, চাল, ডাল, কাপড়-চোপড়, আসবাবপত্র, জমির দলিল ও কাগজপত্রসহ ঘরের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে আনুমানিক তার ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান মজিবর রহমান।

রাতেই পরিদর্শন করে আগুনে ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সার্বিক খোঁজখবর নেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবুসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

সিংড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল শাহিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী বলেন, আমরা খবর পেয়ে পরিদর্শন করেছি। আজ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হবে।

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এমন ভয়াবহ অগ্নিকাণ্ড যে বলার মত ভাষা নেই। মুহূর্তের মধ্যেই আগুন সবকিছু পুড়িয়ে দেয়। ফায়ার সার্ভিস দ্রুত আসায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই পরিবারের পাশে দাঁড়াবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাল, কম্বল ও নগদ টাকা দিয়েছি। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারকে আরও সহায়তার আশ্বাস দেন তিনি।

আরও খবর

Sponsered content