ময়মনসিংহ

শেরপুরে স্বামী হত্যার আসামীদের হুমকিতে আতকিংত স্ত্রীর সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ৩০ জুন ২০২০ , ৮:১৬:০৪ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি: শেরপুরে কৃষক সোহেল হত্যা মামলার পালিয়ে থাকা আসামীদের হুমকিতে আতংকিত হয়ে এবং এর প্রতিবাদে নিহতের স্ত্রী আজমিনা বেগম সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার সকালে শেরপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই মাসুদ রানা। এসময় নিহতের স্ত্রী আজমিনা বেগম ও কোলের দুই শিশু উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে সোহেলের সাথে একই গ্রামের শরাফত আলীর ছেলে আক্তার হেসেনের জমি সংক্রান্তের বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গত ১৮ মে সকালে আক্তার ১০/১২ জন ব্যক্তিকে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জোড় পূর্বক সোহেলের বাড়িতে প্রবেশ করে তাকে দেশীয় অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা।
পরে এ ঘটনায় শেরপুর সদর থানায় নিহতের স্ত্রী আজমিনা বেগম বাদী হয়ে ৭ জন নামীয় ও আরো ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলে মূল আসামীর ৭ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করে থানা পুলিশ। কিন্তু বাকী ৩জন পালিয়ে থাকা আসামীসহ অন্যান্য সহযোগীরা নিহতের স্ত্রী ও ভাই-চাচাদের আবারও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়। এমতাবস্থায় নিহতের চাচা, ভাই এবং কোলের ১১ মাস বয়সের কন্যা ও ৯ বছর বয়সের পুত্র সন্তানকে নিয়ে আতংকে বসবাস করছেন বলে নিহত সোহেলের স্ত্রী আজমিনা জানায়। এসব হুমকির বিষয়ে ইতিমধ্যে সদর থানায় ডাইরিও করা হয়েছে বলেও তিনি জানায়।

আরও খবর

Sponsered content

Powered by