ঢাকা

ছুরিকাঘাতে মাদক নিরাময় কেন্দ্রের কর্মচারী খুন

  প্রতিনিধি ২৩ মার্চ ২০২৪ , ৩:৫১:১০ প্রিন্ট সংস্করণ

ছুরিকাঘাতে মাদক নিরাময় কেন্দ্রের কর্মচারী খুন

কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় এক মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের এক কর্মচারী নিহত হয়েছে। নিহত কর্মচারী নাম সৌমেন দাস (৩৫)। তিনি পিরোজপুর জেলার শাখাড়ীকাঠি গ্রামের সুকুমার দাস এর ছেলে।

তিনি ছয় বছর যাবত এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কাজ করতেন। শুক্রবার (২২ মার্চ) সকালে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে আসা যুবক মো. হযরত (২০) ঘুমন্ত সৌমেনকে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতালে) প্রেরণ করে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে কথা বলতে রাজি হননি কেউ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানিয়েছেন নিহত সৌমেক দাসের কাছে গেটের চাবি থাকতো, সে চাবি নিয়ে পালিয়ে যেতেই তাকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল।

আরও খবর

Sponsered content

Powered by