প্রতিনিধি ১১ আগস্ট ২০২০ , ৮:১৩:৫৭ প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলায় নদী ভাঙ্গন ও বন্যায় কবলিত অসহায় দুস্ত ও হতদরিদ্রদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ত্রাণ উপ-কমিটির সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় শেখ হাসিনা’র উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার মাদারীপুর জেলা ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় এ উপহার সামগ্রী বিতরন কার্যক্রম করা হয়েছে। টলার যোগে উপজেলার চর মোস্তফাপুর, উমারখালী, মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, শাখারপাড়সহ বেশ কয়েকটি এলাকায় উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ইমরুল হাসান নিশু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল ভ‚ঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক খালিদ হাসান রবিন, উপ মানবসম্পদ বিষয়ক সম্পাদক সোলায়মান খান সুজন, সদস্য পরশ রাফসান জানি। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান অনিক, সাধারণ সম্পাদক বাইজিদ হাওলাদার, সদস্য সুজন হোসেন রিফাত, রাজৈর উপজেলা ছাত্রলীগ সভাপতি জাহিদ মুকিম, সাধারণ সম্পাদক ন‚রে আলম সবুজ। এসময় ১২০টি পরিবারকে উপহার প্রদান করা হয়।