ময়মনসিংহ

শেরপুরে সাংস্কৃতিক অঙ্গণের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২০ , ৭:৫৫:২১ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি
শেরপুরে সঙ্গীতাঙ্গনের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ এবং করোনা পরিস্থিতিতে ভেঙে পড়া সাংস্কৃতিক অঙ্গণকে এগিয়ে নিতে করণীয়সহ হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে পৌর অডিটোরিয়ামে জেলার সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। শেরপুর সাংস্কৃতিক পরিবারের ব্যানারে তরুণ সঙ্গীতশিল্পী মোহাম্মদ ইউসুফ আলী রবিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, কৃষ্ণা শিল্পগোষ্ঠীর সভাপতি মজিবুর রহমান, ঝংকার শিল্পী গোষ্ঠীর সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আহসান হাবীব বাবুল, অভিনেতা আরিফ খান হারুন, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক শাহীনা জামান লাভলী, সাবেক সাধারণ সম্পাদক মুক্তা সাহা, নন্দন সংগীত একাডেমির পরিচালক দেবাশীষ মিলন, প্রশিক্ষক সঞ্চিতা সাহা, চলচ্চিত্র পরিচালক-প্রযোজক খন্দকার মুন্তাহিদুল লিটন, আঁচড়ের প্রতিষ্ঠাতা-পরিচালক সাইফুল ইসলাম শাহীন, প্রশিক্ষক শহিদুল ইসলাম টিটু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা আমাদের আইন’র চেয়ারম্যান মোহাম্মদ নুর ই আলম চঞ্চল, সাধারণ সম্পাদক নাজমুল আলম, সদর উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন হাজারী, জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক সুতপা দত্ত, লোকসংগীত পরিষদের সাধারণ সম্পাদক হারুন জিলানী, নাট্যশিল্পী আবু রায়হান মোহাম্মদ পাভেল, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক উদয় শংকর সাহা, রূপান্তর শিল্পীগোষ্ঠীর আমিনুল ইসলাম লুকন, রোকনুজ্জামান রোকন, শেরপুর সাংস্কৃতিক পরিবারের যুগ্ম আহবায়ক হৃদয় খান, পাতাবাহার খেলাঘর আসরের প্রশিক্ষক আমির সাঈদ ইবনে হাম্মাদ সোহাগ, আবৃত্তিশিল্পী বিপুল দাম হৃদয়, ঢোলবাদক আব্দুল হালিম প্রমুখ।

আরও খবর

Sponsered content