শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজশাহীতে সড়কে বসে প্রতীকী ক্লাস এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এমন কর্মসূচি পালন করা হয়। প্রতীকী ক্লাসের বিষয়বস্তু ছিল ‘সমসাময়িক বাংলাদেশ ও শিক্ষা পরিস্থিতি’।

এতে ক্লাস নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ক্লাসে উপস্থিত ছিলেন রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, ছাত্রনেতা তামিম শিরাজী ও আব্দুর রহমান নাবিল।

রাবির আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বিষণ্ণতায় ভুগছে। এ অবস্থার অবসান ঘটিয়ে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। শিক্ষকরাও ভালো নেই। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রাণ, সেই প্রাণহীন প্রতিষ্ঠানে শিক্ষকরা মূল্যহীন। তাই আমাদের দাবি, অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ। একই বিভাগের শিক্ষার্থী জান্নাতুল সাবিরার সঞ্চালনায় কর্মসূচিতে অংশ নেন রাবি শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌকি ওয়াসিফ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাদিম সিনা, শিরোইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বরিশালে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ :

বরিশাল ব্যুরো জানায়, জাতীয় বাজেটে ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করাসহ স্বাস্থ্যবিধি মেনে ও ভ্যাকসিন নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এ দাবিতে  বুধবার তারা নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করেন। পরে ছাত্র ফ্রন্ট নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি সাগর দাশের সভাপতিত্বে সমাবেশে অংশ নেন বাসদের বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, অদিতি ইসলাম, মারিয়া রহমান ও লামিয়া সায়মন।