বরিশাল

মঠবাড়িয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২০ , ৮:১০:০৭ প্রিন্ট সংস্করণ

মঠবাড়িয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের মৃত হাসান হাওলাদারের পুত্র মাদক ব্যবসায়ী আল আমীন হাওলাদার (৫০) কে বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় দক্ষিণ আমড়াগাছিয়ার শাপলা ব্রিজের নিকট থেকে ১ কেজি গাঁজাসহ আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। মঠবাড়িয়া থানার (এসআই) মানিক লাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় আল আমীনকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্রেতা বিক্রেতা সবাই দৌড়ে পালানোর চেষ্টা করে পুলিশ ধাওয়া করে আল আমীনকে গাঁজাসহ আটক করতে সক্ষম হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী আল আমীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আগামীকাল শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।

আরও খবর

Sponsered content