রাজশাহী

দুপচাঁচিয়ার মর্ত্তুজাপুর কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২০ , ৬:১৭:২৩ প্রিন্ট সংস্করণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার মর্ত্তুজাপুর কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি এবং সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক-কর্মচারীগণের আয়োজনে সোমবার দুপুরে কলেজ হলরুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামছুন নাহারের সভাপতিত্বে ও প্রভাষক সিরাজুল ইসলাম রিপনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ মিজানুর রহমান খান সেলিম। বিদায়ী অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম মীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মর্ত্তুজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদ্দেছ আলী, মর্ত্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল হোসেন সাখিদার, সাবেক ব্যাংকার আজিজুল হক, কলেজের সহকারী অধ্যাপক সামছুর রহমান, প্রভাষক হাবিবুর রহমান হাবীব, মাহবুবুল করিম তালুকদার প্রমুখ।

আরও খবর

Sponsered content