রংপুর

কুড়িগ্রাম সীমান্ত থেকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

  প্রতিনিধি ২১ মে ২০২১ , ৮:১২:৫২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূ-খণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আলম মিয়া (৪০) নামে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে ভেল্লীরতল নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজিবি সূত্র জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আলম মিয়া ভারতের কুচিবহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীহাট এলাকার সাইদালেরকুটি নামক গ্রামের দুদু মিয়ার ছেলে। আলম মিয়া আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৬ এর ৫ নম্বর সাব-পিলারের পার্শ্ববর্তী এলাকা দিয়ে বাংলাদেশের ২০০ মিটার অভ্যন্তরে ভেল্লীরতল এলাকায় এসেছিল।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, লালমনিরহাটস্থ ১৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার অনন্তপুর বিওপি’র নায়েক সাইফুল ইসলাম বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে আলম মিয়াকে থানায় সোপর্দ করে।

শুক্রবার (২১ মে) দুপুরের দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by