প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২০ , ৮:১৪:০১ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে পিতার সমাধীতে ‘জায়গা খা’ লিখে পুত্র শংকর ঢালী (৫৫) নামের একজনে আত্মহত্যা করেছে। নিহত শংকর ঢালী উপজেলার শ্রীরামাকাঠী ইউনিয়নের মধ্য জয়পুর গ্রামের মৃত সুধীর ঢালীর পুত্র। মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বড় ছেলে, সজল ঢালী জানান, তার দাদার মৃত্যুর আগে তার চতুর্থ পুত্র শেখর ঢালীকে সমস্ত সম্পত্তি লিখে দেন। এ নিয়ে তার পিতা খুবই দু:শ্চিন্তায় ছিলেন। গত সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০ টার দিকে তার বাবা বাড়ি থেকে ভাত খেয়ে দক্ষিন জয়পুরের যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি।
পরদিন মঙ্গলবার সকালে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পায় তার বাবার মরদেহ তার ঠাকুর দাদার সমাধীর কাছে পড়ে আছে। খবর পেয়ে সেখানে গিয়ে তারা দেখতে পায় তার বাবা তার ঠাকুর দাদার সমাধির মঠে লিখে রেখেছেন ‘জায়গা খা’। পাশেই বিষের বোতল।
থানা পুলিশের অফিসার ইন চার্জ মো. মুনিরুল ইসলাম জানান, নিহত শংকর ঢালীর পিতা সুধীর ঢালীর মৃত্যুর আগে সমস্ত সম্পত্তি তার ভাই শেখর ঢালীকে লিখে দেন। এ নিয়ে তার মৃত্যু পিতা ও ভাইয়ের উপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর বাকী তথ্য নিশ্চিত হওয়া যাবে।