দেশজুড়ে

সিলেটে ধর্ষণের শিকার ৫ম শ্রেণির স্কুলছাত্রী

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ৫:১৩:২২ প্রিন্ট সংস্করণ

বাপ্পা মৈত্র , সিলেট ব্যুরো:

 

সিলেট শহরতলির সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের সর্দারগাঁও এলাকায় ৫ম শ্রেণির এক স্কুলছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পিতা রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জালালাবাদ থানায় দুজনকে আসামী করে মামলা নং-৮ দায়ের করেছেন। ওইদিন রাতেই ওই স্কুলছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। ওই স্কুলছাত্রী স্থানীয় রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত। আসামিরা হচ্ছে, জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও এলাকার নাছির আলীর ছেলে জসিম মিয়া ও সর্দারগাঁও এলাকার তজম্মুল আলীর ছেলে এখলাছ আলী। স্কুলছাত্রীর পিতা জানান, গত রবিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয় আমার মেয়ে। বিদ্যুৎ না থাকার সুযোগে রাতের আঁধারে জোরপূর্বক তুলে নিয়ে বাছাই নদীর চরে ধর্ষণ করে সর্দারগাঁও এর এখলাছ ও রায়েরগাঁওয়ের জসিম। এরপর তারা আমার মেয়েকে নৌকায় করে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য রাতে নদীর পাড়ে যায়। সেখানে মেয়েটির মামা বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে আসেন। এসে দেখেন তাদের কাছে তার স্কুলপড়ুয়া ভাগ্নি। একপর্যায়ে স্কুলছাত্রীকে ফেলে ঘটনার সাথে জড়িত এ দুজন দ্রæত পালিয়ে যায়। আমরা গরীব পরিবার। তারা এলাকার প্রভাবশালী মানুষ। এজন্য ভয়ে গত এক সপ্তাহ কাউকে কিছু বলিনি।

 

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার এসআই জুবায়ের আহমদ বলেন, স্কুলছাত্রীকে প্রায় সপ্তাহ খানেক আগে ধর্ষণ করা হয়েছে। নিরীহ পরিবার হওয়ায় ভয়ে তারা মুখ খুলেন নি। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা রবিবার রাতে দুজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। ওইদিন রাতেই ওই স্কুলছাত্রীকে ওসিসিতে ভর্তি করা হয়েছে। পুলিশ মামলার আসামীদেরকে গ্রেফতার করতে অভিযান চালিয়ে যাচ্ছে। এদিকে ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভ বিরাজ করছে। একটি সংখ্যালগু পরিবারের স্কুলছাত্রীকে ধর্ষণের নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

আরও খবর

Sponsered content