
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: উত্তর রাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বরণ, বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
শিক্ষক প্রতিনিধি সিনিয়র শিক্ষক রতন কান্তি পাল এর সঞ্চালনায় ও বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি খোরশেদ আলম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) অধ্যাপক ডাক্তার ওয়াকিল আহমদ। বিশেষ অতিথি ছিলেন রাজানগর রাণিরহাট ডিগ্রি কলেজের মাউশি সদস্য ইউছুফ চৌধুরী, রাজনীতিবিদ ও সমাজসেবী ওয়াকিল আহমদ, রাজানগর আরএবিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ইউছুফ কামাল, অভিভাবক সদস্য শাহেদ কামাল, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, রাজনীতিবিদ আব্দুস সালাম সবুজ, রাজাভুবন ক্রীড়া চক্রের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার জাবের সিকদার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আলম। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক নিপুনা বড়ুয়া, সিনিয়র শিক্ষক ইসহাক জামান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. ওয়াকিল আহমদ বলেন, সন্তানদের সম্পদে পরিণত করা গেলে দেশ আলোকিত হবে। আর সম্পদে পরিণত করার জন্য শিক্ষার্থীদের মধ্যে নীতি নৈতিকতা, দেশপ্রেমের মূল্যবোধের শিক্ষা দিতে হবে। তাদের মা-বাবা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা জরুরি।
তবেই তারা পড়ালেখার প্রতি ধাবিত হবে। মেধাকে শানিত করতে পারবে। অন্যতায় ঝরেপড়া শিক্ষার্থীদের তালিকা দীর্ঘ হতে থাকবে। তিনি গরীব শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির জন্য ১ লক্ষ টাকার চেক দেন ও একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়ার প্রতিশ্রুতি দেন।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন।