Online Desk
২৯ জানুয়ারী ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না: ডা. শফিকুর রহমান

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না: ডা. শফিকুর রহমান
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়েছেন যে, দলের প্রধান (আমির) পদে কোনো নারী কখনো দায়িত্ব পালন করতে পারবেন না।

তিনি বলেন, এটা ঈশ্বরপ্রদত্ত সৃষ্টিগত পার্থক্যের কারণে সম্ভব নয়। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কোনো নারী প্রার্থী না দেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, দল এখনো প্রস্তুতি নিচ্ছে—ভবিষ্যতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে নারীদের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

সাক্ষাৎকারটিতে জামায়াতের উত্থান, ইসলামী আইন প্রয়োগ, নারী অধিকার, সংখ্যালঘু নিরাপত্তা, ১৯৭১-এর ভূমিকা, ভারতের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হয়েছে। সাক্ষাৎকার নিয়েছেন আলজাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন।

নির্বাচনী প্রেক্ষাপট:

আল জাজিরা : নির্বাচনের কয়েক সপ্তাহ আগে কথা বলছি এবং সব হিসাব অনুযায়ী আপনার দল হয়তো তার ইতিহাসে সবচেয়ে ভালো করবে। কিন্তু বাংলাদেশের মানুষের কি উদ্বিগ্ন হওয়া উচিত? কারণ জামায়াতে ইসলামী বলেছে, আপনার নেতারা বলেছেন যে আপনারা চান এই দেশ ইসলামি আইন দ্বারা পরিচালিত হোক।
জামায়াত আমিরের কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত

শফিকুর রহমান : আপনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। আমরা বর্তমান দেশের আইনের অধীনে নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের অনুভূতি বোঝার চেষ্টা করব। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করব না।

আল জাজিরা : আপনি জনগণের ইচ্ছার কথা বলছেন, কিন্তু গত বছরের জুলাই মাসে এক জনসভায় আপনার দলের সহসভাপতি মুজিবুর রহমান, যেখানে আপনিও উপস্থিত ছিলেন, বলেছিলেন ভবিষ্যতে জাতীয় সংসদে শুধু ইসলামি আইন মানা উচিত এবং মানুষের বানানো কোনো ধারণা বা ব্যবস্থা সেখানে থাকা উচিত নয়।

শফিকুর রহমান : এ ক্ষেত্রে দলের প্রধানের বক্তব্য অনুসরণ করা উচিত।

আল জাজিরা : আপনি বলছেন দলের প্রধানের বক্তব্যই অনুসরণ করবেন। তাহলে কি আপনি তার কথাকে প্রত্যাখ্যান করছেন?

শফিকুর রহমান : না, না। আমি কিছুই প্রত্যাখ্যান করছি না বা গ্রহণ করছি না। তবে যখন দলের কৌশল বিবেচনা করা হবে, তখন দলের প্রধান যা বলবেন সেটাই দেখা হবে। ইসলাম যে মূল্যবোধগুলো স্বীকৃতি দেয়, আমরা তা প্রচার করছি; যেমন—দুর্নীতি বিরোধিতা, সর্বত্র স্বচ্ছতা, জনগণের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার রক্ষা।

ইসলামী আইন চালুর প্রশ্নে:

আল জাজিরা : যদি ক্ষমতায় আসেন, তাহলে কি ইসলামী আইন চালু করবেন?

শফিকুর রহমান : যদি দেশের উন্নতির জন্য তা অপরিহার্য হয়, তাহলে সংসদ বিষয়টি সিদ্ধান্ত নেবে। আমি নই। সংসদই সিদ্ধান্ত নেবে।

নারীদের কর্মঘণ্টা প্রসঙ্গে:

আল জাজিরা : আপনি প্রস্তাব করেছিলেন নারীদের কর্মঘণ্টা কমানোর, কারণ কোরআনের নীতির আলোকে তারা তাদের সন্তানদের দায়িত্ব পালন করতে পারে। একবিংশ শতাব্দীতে আপনি কেন এমন প্রস্তাব দিলেন? শফিকুর রহমান: কে বলেছে? না আমি এমন কথা বলিনি।

আল জাজিরা : এটা আপনার দেওয়া প্রস্তাব, যা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

শফিকুর রহমান : না, না। আমি যা বলেছি তা হলো— একজন মা একই সময়ে সন্তান বহন করছেন, সন্তানকে দেখাশোনা করছেন, আর একই সময়ে পুরুষদের মতো সমান দায়িত্ব ও সমান সময় কাজ করছেন— এটা ন্যায়সংগত নয়। অন্তত স্তন্যদানকালীন সময়ে, যখন তিনি সন্তান জন্ম দিচ্ছেন বা সন্তান লালন করছেন, তখন তাকে সম্মান দেখাতে হবে।

আল জাজিরা : কিন্তু ইতোমধ্যেই মাতৃত্বকালীন ছুটির সুযোগ আছে, যা অনেক নারী গ্রহণ করেন।

শফিকুর রহমান : শুধু ছয় মাসের জন্য। হ্যাঁ। আমরা মনে করি এটা যথেষ্ট নয়। একটি শিশু ছয় মাসে বড় হয়ে ওঠে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শামীমসহ আটক ৩

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না: ডা. শফিকুর রহমান

আমার বাড়ির গ্যাস আমি পাইনা,তা হবে না : ব্যারিস্টার রুমিন ফারহানা

মিরসরাইয়ে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ

ঢাকা-১৯ আসনে নেই নির্বাচনী প্রকৃত আমেজ

সন্তানদের সম্পদে পরিণত করা গেলে দেশ আলোকিত হবে: ডা. ওয়াকিল আহমদ

শিক্ষার্থীরাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে

গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা

গৌরীপুরে ২ সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ১

লালপুরে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১০

রাঙ্গামাটিতে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১

১১

দিনাজপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৬টি আসনে ৩৭প্লাটুন বিজিবি মোতায়েন

১২

পরিকল্পিত উন্নয়নে পর্যটন ও শীপইয়ার্ডে ইতিবাচক পরিবর্তন সম্ভব

১৩

বাগেরহাটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জনসভা

১৪

বাঞ্ছারামপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার আটক ও জরিমানা আদায়

১৫

ঢাকা-৫ আসন এর ৬৭নং ওয়ার্ডে গণসংযোগে নবী উল্লাহ নবী

১৬

দোহাজারীতে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই

১৭

আমার নির্বাচনী প্রচারণায় আমি কোন বাঁধার সম্মুখীন হইনি – এসএন তরুণ দে

১৮

দিনাজপুরে সেন্ট যোসেফস্ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৯

শ্রীপুরে ধানের শীষ প্রতীকের পক্ষে কৃষক দলের গণসংযোগ

২০