প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫৫:৩১ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে ১৫০ পিস ইয়াবা ও ৫ বোতল ফেনসিডিলসহ দু’জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বড়জামবাড়িয়া গ্রামের পাকা সড়কের উপর থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করে ভোলাহাট থানা পুলিশ। গ্রেফতাররা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা গ্রামের আফজাল হোসেনের ছেলে শাহিন আলী (৩২) ও গোবরাতলা গ্রামের সেতাবুর রহমানের ছেলে মাহবুব আলম(৩২)। বুধবার ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।