খুলনা

পাইকগাছার সিলেমানপুর চরের বিলের খাল আনুষ্ঠানিকভাবে খনন শুরু

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৪ , ৩:৩৩:৫৪ প্রিন্ট সংস্করণ

পাইকগাছার সিলেমানপুর চরের বিলের খাল আনুষ্ঠানিকভাবে খনন শুরু

অবশেষে খুলনা পাইকগাছায় মাইক্রোওয়াটারসেভ প্রকল্পের আওতায় সিলেমানপুর চরের বিলের খাল খনন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ২২ জানুয়ারি এর খনন কাজ উদ্বোধন করেন খুলনা-৬ সংসদ সদস্য রশীদুজ্জামান। যার দৈর্ঘ্য ১.৬ কি.মি. প্রস্থ ২৬ ফুট এবং গভীরতা ৮ ফুট।

প্রাথমিক পর্যায়ে খননে ব্যয় ধরা হয়েছে ৬ লাখ টাকা। মাইক্রোওয়াটারসেভ প্রকল্পের আওতায় রোববার সকালে আনুষ্ঠানিকভাবে খনন শুরু করা হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সর্বসাধারণ সংসদ সদস্য মো. রশীদুজ্জামানকে কৃতজ্ঞতা জানিয়েছেন। এ কাজ শেষ হলে খালের পানিতে ১৬ ‘শ বিঘা জমিতে ধান মাছসহ বিভিন্ন প্রকার ফসল উৎপাদিত হবে বলে জানান যুবনেতা অহিদুজ্জামান মোড়লসহ স্থানীয়রা।

এদিকে আনুষ্ঠানিক ভাবে খনন কার্য শুরুর সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান গাজী, গৌতম ঘোষ,মেহেদী আল মাসুদ সবুজ, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম মোড়ল, মনিরুজ্জামান মনি, শিক্ষক শামছুর গাজী, আবু বক্কর বিশ্বাস, নিজাম সানা, জসিম মোড়ল, ইজাজুল গোলদার, মনিরুল ইসলাম সরদার, মজিবুর সানা, বদরুল গাজী, মেহেদী হাসান, বেল্লাল সরদার ও আজিজ মোল্লা।

আরও খবর

Sponsered content

Powered by