বিনোদন

মা হলেন নায়িকা কোয়েল মল্লিক

  প্রতিনিধি ৫ মে ২০২০ , ১:২৪:৪৮ প্রিন্ট সংস্করণ

টালিউডের কুইন খ্যাত কোয়েল মল্লিক মা হলেন। মঙ্গলবার (৫ মে) ভোরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বর্তমানে পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন কোয়েল। সেখানেই ভূমিষ্ঠ হয়েছে তার সন্তান।  চিকিৎসকরা জানিয়েছেন, সদ্যোজাত ও মা দু’জনেই সুস্থ আছেন।

 ফেব্রুয়ারিতে নিজের বিবাহবার্ষিকীতে ইনস্টাগ্রামে মা হতে যাচ্ছেন বলে সুখবর দেন কোয়েল মল্লিক।
প্রথম ছবি নাটের গুরু থেকে অনেকটা পথ পেরিয়েছেন কোয়েল। ক্যারিয়ারের প্রথম ছবি থেকেই দর্শকের নজর কেড়ে ছিলেন রঞ্জিত মল্লিক কন্যা। এমন চঞ্চল আর মিষ্টি নায়িকার অপেক্ষাতেই ছিল টালিউড। অবশেষে কোয়েল এলেন আর জয় করলেন মানুষের মন।
জিতের সঙ্গে তার জুটি ছিল দারুণ হিট। তবে শুধুই জিৎ নয়। প্রায় সবার সঙ্গেই অভিনয় করেছেন কোয়েল। টালিউডে দেব-কোয়েল জুটিও রাজত্ব করেছে। শুধু নাচে গানে আটকে ছিলেন না কোয়েল। বরং সব ধরনের চরিত্রেই নিজেকে মানানসই করে নিয়েছেন।
২০১৩ সালে সিনেমার প্রযোজক নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল। এরপর বাণিজ্যিক সিনেমায় অভিনয় কমিয়ে ভিন্ন ধারার চলচ্চিত্রে বেশি দেখা যায় তাকে।

আরও খবর

Sponsered content