আন্তর্জাতিক

ইরানের লাখ লাখ ব্যারেল তেল জব্দ করেছে যুক্তরাষ্ট্র

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৪১:২৯ প্রিন্ট সংস্করণ

ইরানের লাখ লাখ ব্যারেল তেল জব্দ করেছে যুক্তরাষ্ট্র

ইরানের প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল জব্দ করেছে যুক্তরাষ্ট্র সরকার। গত শুক্রবার মার্কিন বিচার বিভাগের প্রকাশিত আদালতের নতুন নথি ও বিবৃতিতে এই তেল জব্দের কথা জানানো হয়েছে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তেলের উপর যুক্তরাষ্ট্রের জারি থাকা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে এসব তেল চীনে নেওয়া হচ্ছিল। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আরআরজিসি) এই ৯ লাখ ৮০ হাজার ব্যারেলেরও বেশি তেল পরিবহন  করেছে।

আরআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট। মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়, আইআরসিজি ও আইআরসিজি-কুদস ফোর্সের সঙ্গে জড়িত একাধিক সংস্থা তেলের উৎস গোপন করে বেআইনিভাবে তা চীনের কাছে বিক্রির কাজে জড়িত ছিল।

গত ১৯ এপ্রিলের কাছাকাছি সময় যুক্তরাষ্ট্র ইরানের তেলবাহী গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ আটক করেছিল। সেই সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, এমটি সুয়েজ রাজান নামে গ্রিসের ওই জাহাজ মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে চীনের জন্য ইরানের তেল বহন করছিল।

জাহাজটি দক্ষিণ-পূর্ব এশিয়ার পানিসীমা থেকে আটক করা হয় এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও খবর

Sponsered content

Powered by