রাজশাহী

করোনার সেকেন্ডওয়েব মোকাবেলার প্রস্তুতি পাবনায়

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২০ , ৪:৪৫:১০ প্রিন্ট সংস্করণ

পাবনা প্রতিনিধি : শীতে করোনা পরিস্থিতি ভয়াবহ হতে পারে এই আশঙ্কায় এখন থেকেই প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে পাবনা জেলা প্রশাসন। জেলার সকল সরকারি বেসরকারী প্রতিষ্ঠানে কঠোর নির্দেশনা দিয়েছে পাবনা জেলা প্রশাসন। শীতে ভাইরাস ঠেকাতে সকল প্রতিষ্ঠানে মাস্ক বাধ্যতাম‚লক করা হয়েছে।

‘নো মাস্ক নো সার্ভিস’র প্রচারণায় প্রতিষ্ঠানগুলিতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। গতকাল জনসচেতনতা সৃষ্টি করতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রচারণাম‚লক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে পাবনা জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার উপস্থিত ছিলেন। এই প্রচারণায় যোগ দেয় জেলা শিক্ষা অফিস,পাবনা সমবায় অফিস, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,পাবনা জেনারেল হাসপাতাল, বিসিক শিল্প নগরী সহ পাবনার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সামাজিক রাজনৈতিক সাংবাদিক সংগঠনগুলা। পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ বলেন, পাবনা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানে মাস্ক পরিহিত ছাড়া প্রবেশ করতে দেওয়া হবেনা। পাবনা জেলার করোনা পরিস্থিতি রাজশাহী বিভাগের থেকে ভালো বলে দাবি করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

গতকাল বুধবার সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল পাবনায় প্রথম রোগী শনাক্ত হওয়ার পর জেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ শত ৬৫ জন ও করোনা ভাইরাস কোভিট ১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ১০ বলে জানিয়েছেন জেলা ডেপুটি সিভিল সার্জন কে এম আবু জাফর। তিনি বলেন, শীতে করোনা ভাইরাস বির্পযয় ডেকে আনতে পারে তাই জনসচেতনতার বিকল্প নেই।

Powered by