দেশজুড়ে

পটিয়া’য় দোকান ভাড়া মওকুফ করে দৃষ্টান্ত স্থাপন

  প্রতিনিধি ১০ মে ২০২০ , ২:৫৩:১৬ প্রিন্ট সংস্করণ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর হাইদগাঁও শালিক পাড়া এম.এ মালেক মার্কেটের প্রতিটি দোকানের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউনিয়ন আ”লীগ নেতা ও সাবেক ৮নং ওয়ার্ডের সভাপতি এম.এ মালেক। মার্কেটের মালিক এম.এ মালেক শনিবার মার্কেটে উপস্থিত হয়ে দোকান ভাড়া মওকুফের ঘোষণা দেন।

তিনি করোনা ভাইরাসের কারনে নিজের মার্কেটের সকল ভাড়াটিয়াদের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দেন। এসময় ভাড়াটিয়ারা অত্যন্ত খুশি হয়ে বলেন আমাদের এক মাসের ভাড়া মওকুফ করে তিনি আর্থিক সহযোগীতা করেছেন। আমরা তাহার জীবন আরো সাফল্য কামনা করি।

পটিয়া দোকান ভাড়া মওকুফ করা মালিক বলেন, এই দু:সময়ে সকলে সকলের পাশে থাকা দরকার এবং প্রতিটি মানুষকে যার যার অবস্থান থেকে আর্থিক ভাবে সহযোগীতা করলে এই বাংলাদেশ আরো এগিয়ে যাবে। অভুক্ত থাকবে না কোন মানুষ।

এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আ’লীগ নেতা আহম্মদ নুর, মাকের্টের ব্যবসায়ী সমিতির সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক ডা. পার্থ কুমার মহাজন, সুদর্শন, কাঞ্চন, মাহাবুল আলম, মো. সেলিম, ইব্রাহিম প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by