দেশজুড়ে

সীতাকুন্ডে অটোরিক্সার গ্যারেজ থেকে আগুন লেগে ১৬ টি ঘর পুড়ে ছাই

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২০ , ৬:৫৫:০৪ প্রিন্ট সংস্করণ

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুন্ডে মধ্যে রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৬টি ভাড়া ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মধ্য রাতে পৌরসদরের ৪ নম্বর ওয়ার্ডের নিজতালুক গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুন্ড ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ ২ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পৌরসদরের নিজতালুক এলাকায় অবস্থিত মো. খোরশেদ আলমের ভাড়া ঘরের একটিতে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হলে তা অল্পসময়েই চারিদিকে ছড়িয়ে পড়ে। ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘রাত আনুমানিক সাড়ে ৩টায় ব্যবসায়ী খোরশেদ আলমের ভাড়া ঘরের কোন একটি থেকে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রন করলেও ১৬টি ভাড়া ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদ আলমের মালিকানাধীন কলোনীতে একটি ব্যাটারী চালিত অটো রিক্সার চার্জের গ্যারেজে ব্যাটারীতে চার্জ দেওয়ার সময় অতিরিক্ত চার্জের ফলে ব্যাটারী বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। ম‚হ‚র্তে আগুন কলোনীতে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে চাইলে সীতাকুন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশান অফিসার তাশারফ হোসেন বলেন, ‘‘অগ্নিকান্ডের খবর পেয়ে অল্প সময়েই আমরা দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু ঐ বাড়ির রাস্তা খুব সরু হওয়ায় একটি ইউনিট কাছাকাছি গেলেও আরেকটিকে পথেই থেমে যেতে হয়। আমরা আধ ঘন্টার চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণ করি। কিন্তু পুরোপুরি আগুন নেভাতে ২ ঘন্টা সময় লেগে যায়।’’ ঐ ভাড়াঘরগুলোতে থাকা একটি অটোরিক্সার গ্যারেজ থেকেই বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে এ ঘটনা ঘটে বলে তারা মনে করছেন। এদিকে খবর পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু উপস্থিত ছিলেন।