বরিশাল

নিখোঁজের ২৪ ঘন্টা পরে পেয়ারা ব্যবসায়ী লাশ উদ্ধার

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২০ , ৭:৩৭:৫৯ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি : প্রচণ্ড বজ্রাপাতে ট্রলার থেকে নদীতে পড়ে ঝালকাঠির এক পেয়ারা ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। শামীম মলি­ক (৩৪) নামের ওই ব্যবসায়ীসহ কয়েকজন গত মঙ্গলবার সকালে ট্রলারযোগে নয়াভাঙ্গুলি নদী পাড়ি দেওয়ার সময় আকস্মিক ভাবে প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। এতে তিন ব্যবসায়ী অক্ষত থাকলেও একজন ছিটকে নদীতে পড়ে যান। ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে উদ্ধার অভিযানের এক দিন পরে তার লাশ উদ্ধার করেন। হিজলা পুলিশ একই ট্রলারের এক যাত্রীর বরাত দিয়ে জানায়, ঝালকাঠির ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের, কাঁচাবালিয়া গ্রামের মো. ইউসুফ মলি­কের ছেলে শামীম মলি­ক পেয়ারা বিক্রির জন্য ট্রলারে করে হরিণাথপুরে যাওয়ার প্রাক্কালে নয়াভাঙ্গুলী নদীতে বজ্রপাতের ঘটনা ঘটে। ওই ট্রলারে একই এলাকার আরও তিন ব্যবসায়ী ছিলেন। হঠাৎ বজ্রপাতে শামীম মলি­ক নদীতে পড়ে নিখোঁজ হন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ বেল­াল হোসেন জানান, নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে নদীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং তার পাশাপাশি নৌ-পুলিশ সদস্যরাও উদ্ধার অভিযান চালিয়ে এক দিন পরে তার তার লাশ উদ্ধার করেন ।

আরও খবর

Sponsered content

Powered by