রংপুর

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র কৃষি বিষয়ক মতবিনিময়

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২০ , ৫:২৮:৫৪ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে উন্নয়ন সংস্থা ইএসডিও’র কৃষি বিষয়ক কার্যক্রমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গোবিন্দনগরস্থ সংস্থার মেধা অনুশীলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা অনুবিভাগ) কমলারঞ্জন দাশ। পরে তাকে ঠাকুরগাঁওয়ে শুভাগমন উপলক্ষে ইএসডিও’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের মহাপরিচালক ইসরাইল হোসেন, ময়মনসিংহ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও কৃষি গবেষণা কেন্দ্রের পিএসও ড. এ কে এম খোরশেদুজ্জামান, ঠাকুরগাঁও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত¡াবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, বিএডিসি (আলুবীজ) উপ পরিচালক উৎপল কুমার সাহা, বিএডিসির (ক: গ্রো:) উপ পরিচালক ফারুক হোসেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুন অর রশিদ প্রমুখ।

আরও খবর

Sponsered content