দেশজুড়ে

নির্মিত হচ্ছে নেতাই নদীর বেঁড়ীবাঁধ, স্বস্তি ফিরেছে পাড়ের মানুষের

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২০ , ১:০০:৫৫ প্রিন্ট সংস্করণ

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

চীনের দুঃখ হোয়াংহু নদী, ধোবাউড়ার মানুষের দুঃখ নেতাই নদীর বেঁড়ীবাঁধ এমন কথা প্রায়ই লোকমুখে শোনা যায়। বর্ষাকাল এলেই আতংক বিরাজ করে ময়মনসিংহের সীমান্ত এলাকার নেতাই পাড়ের মানুষের মাঝে বেঁড়ীবাধ ভেঙ্গে আশেপাশের ঘরবাড়ি তলিয়ে যায় পানিতে। বালু দিয়ে বরাট হয়ে যায় ফসলের মাঠ।

এবার কিছুটা স্বস্তি ফিরছে স্থানীয়দের মাঝে। ইউপি চেয়ারম্যান ফজলুল হকের উদ্যোগে নির্মিত হচ্ছে বহু প্রত্যাশিত সেই নেতাই নদীর বেঁড়ীবাধ। বেঁড়ীবাধ নির্মাণ করে দেওয়ায় ইউপি চেয়ারম্যান ফজলুল হকের প্রশংসা করছেন স্থানীয়রা। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফজলুল হক জানান, তিনি নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়ে জনগণের জণ্য কাজ করছেন, আবারও নৌকা পেলে সেই কাজের ধারা অব্যাহত রাখবেন।