দেশজুড়ে

মোরেলগঞ্জে টিসিবি পণ্য অনিয়মের ঘটনায় তদন্ত কমিটি গঠন

  প্রতিনিধি ৩১ মার্চ ২০২৪ , ৮:৫৫:৫৯ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে টিসিবি পণ্য অনিয়মের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গত ২১ মার্চ চাল ছাড়া বাড়ি ফিরে গিয়েছেন ১১ বহরবুনিয়া ইউনিয়নের টিসিবি কার্ডধারীরা।

চাল না দেওয়ার পাশাপাশি চেয়ারম্যানকে এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে অবহিত না করায় ওই ইউনিয়নের ডিলার মেসার্স ইত্তেজাহাসান এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ইত্তেজা হাসান রানার বিরুদ্ধে অনিয়মের ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান।

৩১ মার্চ (রবিবার) উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় রায় কে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান জানান,বহরবুনিয়া ইউনিয়নে পবিত্র রমজানে টিসিবি পণ্য নিয়ে যে অনিয়মের অভিযোগ উঠেছে তদন্তে তার সত্যতা প্রমাণিত হলে ওই ডিলারের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by