প্রতিনিধি ২ জানুয়ারি ২০২১ , ৪:৪০:৪৮ প্রিন্ট সংস্করণ
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দেশের অন্যতম ইলেক্ট্রিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়াল্টনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯ এর আওতায় নতুন অফার ঘন্টায় ঘন্টায় ফ্রিজ ফ্রি প্রদানের অফার নিয়ে সারাদেশের ন্যায় বিরামপুর ওয়াল্টন প্লাজার উদ্যোগে শহরে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও শোভাযাত্রা করা হয়েছে।
বিরামপুর ওয়াল্টন প্লাজার ম্যানেজার জুম্মন প্রামানিকের নেতৃত্বে ও দিনাজপুর এরিয়া ম্যানেজার সালেহ আহমেদের উপস্থিতিতে শোভাযাত্রায় কলেজ ছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। সকাল থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকালে ঘন্টায় ঘন্টায় ফ্রিজ ফ্রি এবং ওয়াশিং মেশিন ফ্রি প্রদানের প্রচারণা চালানো হয়।