দেশজুড়ে

দুপচাঁচিয়ায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

  প্রতিনিধি ২০ মে ২০২০ , ৮:০৭:১৬ প্রিন্ট সংস্করণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ও দুঃস্থ মানুষের মাঝে দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে ক্লাব কার্যালয়ে এ খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি আলহাজ কামরুল হাসান লিটন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান চৌধুরী, সাহিত্য সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, দপ্তর সম্পাদক মোসফিকুর রহমান সবুজ সহ ক্লাবের সদস্যবৃন্দ। দুপচাঁচিয়া ও তালোড়া চাউল কল মালিক সমিতি, উপজেলা বণিক সমিতি, চাতাল ও আড়ৎদার ব্যবসায়ী এবং বিত্তবানদের সার্বিক সহযোগিতায় কর্মহীন ও দুঃস্থ শতাধিক মানুষের মাঝে ৪কেজি চাল, ২কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, আধা কেজি লবণ, আধা লিটার সয়াবিন তেল ক্লাবের সদস্যদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content