রংপুর

সুন্দরগঞ্জে তৃতীয় শ্রেণির কর্মচারীদের কমিটি গঠন

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২১ , ৬:৫২:২০ প্রিন্ট সংস্করণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেসরকারি তৃতীয় শ্রেণির কর্মচারিদের জেলা ও উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকালে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী মহাবিদ্যালয় হলরুমে তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ জেলা শাখার আয়োজনে প্রধান অফিস সহকারী মায়াধর চ্যাটার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেরপুর জেলা শাখার সভাপতি কাজী আবুল বাসার, কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান, শেরপুর জেলা শাখার সহ সভাপতি ওবাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম, জেলা শাখার সদস্য ফজলুল হক মাসুদ, পলাশ মিয়া, সুমন কুমার, খাজা মিয়া, ফজলুল হক লিটন, হারুন অর রশিদ ও নুর আলম বিশ্বাস প্রমুখ। আলোচনা শেষে উপস্থিত সকলের কন্ঠভোগে জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়।

এতে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি খাজা মিয়া সভাপতি, খামার মনিরাম উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি জিল্লুর রহমান সাধারণ সম্পাদক ও মধ্য ধনেরঘরা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি পলাশ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়। এছাড়া সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রধান অফিস সহকারী মায়াধর চ্যাটার্জী সভাপতি, আব্দুল মজিদ মন্ডল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি সঞ্জয় কুমার সরকার সাধারণ সম্পাদক ও মনিরাম পূর্বপাড়া আহম্মদিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারি শাহ আলম মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সুন্দরগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়।

 

আরও খবর

Sponsered content