চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ব্যবসায়ীদের সাথে এমএ সাত্তারের মতবিনিময় 

  প্রতিনিধি ৬ মে ২০২৩ , ৮:৩৫:৪৫ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে গ্রামীণ দোকান ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মে) সকালে সদর উপজেলার বটতলী মিয়াজি বাড়ি প্রাঙ্গণে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের উদ্যোগে এ সভার  আয়োজন করা হয় । এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান ও ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ এমএ সাত্তার।
 সভায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের গ্রামীণ দোকান ব্যবসায়ীরা অংশ নেয়। পরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। শেষে ৩০০ জন ব্যবসায়ীর মাঝে নগদ অর্থ  ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
 এসময় অধ্যক্ষ এমএ সাত্তার বলেন, ‘আমাদের মধ্যে শ্রেণিভেদ আছে, পেশার ভিন্নতা, ধর্মীয় ও বর্ণের পার্থক্য আছে। ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা মানুষ। যার যা প্রাপ্য সম্মান তাকে দিতে হবে। সব পেশার প্রতি সম্মানবোধ রাখা উচিত। দেশের উন্নয়নে কাউকে হেয় করার সুযোগ নেই। কাউকে বাদ দিয়ে উন্নত দেশ গড়া সম্ভব নয়। তাই সব ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
ট্রাস্টের সাধারণ সম্পাদক মোশাররফ পাটওয়ারীর সঞ্চালনায় দত্তপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর নজরুল ইসলাম,  ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম সবুজ, বটতলী মাদ্রাসার মোহতামিম মুফতি মাওলানা মামুনুর রশিদ প্রমুখ।
এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by