বাংলাদেশ

মধ্যরাতে শেষ হচ্ছে পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের প্রচারণা

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২১ , ৭:৩৪:৩৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

মধ্যরাতে শেষ হচ্ছে পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের প্রচারণা। তাই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রোববার (২৮ ফেব্রুয়ারি) ৩০ পৌরসভায় অনুষ্ঠিত হবে ভোট।

ভোটগ্রহণের বাকি আর মাত্র ১দিন। তাই প্রচার-প্রচারণায় জমে উঠেছে পৌরসভা নির্বাচন।

চট্টগ্রামের মিরসরাইয়ে সকাল থেকেই জনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। শেষ মুহূর্তের প্রচারণায় স্লোগানে স্লোগানে মুখর পুরো এলাকা। এ পৌরসভায় মেয়র পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হলেও কাউন্সিলর পদ নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বারইয়ারহাট পৌরসভাও জমজমাট প্রচার প্রচারণায়।

বগুড়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা আর উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দিচ্ছেন এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

এদিকে, ভোলায় ইভিএমে ভোটগ্রহণ সফল করতে একযোগে ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে মগভোট। এ সময় ইভিএম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানায় সাধারণ মানুষ।

পঞ্চম ধাপের এ নির্বাচনে আগামী রোববার ৩০টি পৌরসভায় ভোটগ্রহণ হবে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে শেষ হবে এ নির্বাচনের প্রচার-প্রচারণা।

আরও খবর

Sponsered content