প্রতিনিধি ৪ এপ্রিল ২০২০ , ৫:৪৯:৫৩ প্রিন্ট সংস্করণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : করোনা ভাইরাস আতঙ্কে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার। তিনি গতকাল পৌর সদরের বিভিন্ন ওয়ার্ডের গ্রামে গ্রামে ওইসব কর্মহীন বেকার শ্রমিক ও ঘরে বসে থাকা মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। দিনব্যাপী পৌরসদরে ৫১৫ পরিবারে এবং পৌরসভায় এসব সামগ্রী বিতরণ করেন। আজ শনিবারও প্রতিটি ইউনিয়নে দলীয় নেতাকর্মীরা চাল-ডাল ও আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করবে বলে শহীদুজ্জামান সরকার এমপি জানান। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ, সহ-সভাপতি নুরুজ্জামান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, মাহফুজার রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা প্রমুখ।