দেশজুড়ে

কুড়িগ্রামে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২০ , ২:১৮:৫৪ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারি সীমান্তে বিএসএফ’র গুলিতে হাসিনুর নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ ও ৬৩ এর কাছে এ ঘটনা ঘটে।

জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যবসায়ীর নাম হাসিনুর রহমান। তিনি খাটিয়ামারী এলাকার আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে লে. কর্নেল এস এম আজাদ বলেন, ওই রাতে ১০/১২ জনের এক দল যুবক মাদক পাচারের উদ্দেশ্য সীমান্তে জড়ো হয়। এ সময় তারা কাঁটাতারের কাছে চলে গেলে ভারতের কুছনী মারা বিএসএফ ক্যাম্পের ৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে হাসিনুর রহমান গুলিবিদ্ধ হন। পরে আহত হাসিনুরকে তার লোকজন রৌমারী হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও খবর

Sponsered content

Powered by