ভারত

রাজনীতিতে আসার কারণ জানালেন পায়েল

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২১ , ৬:০০:৩১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলে যোগ দিয়েছেন চিত্রনায়িকা পায়েল সরকার। গত ২৫ ফেব্রুয়ারি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পতাকা হাতে তুলে নিয়েছেন টলিউডের প্রথম সারির এ নায়িকা। তারপর থেকে তুমুল আলোচনায় পায়েল।

চলতি মাসের শুরু দিকেই পায়েলের রাজনীতিতে যোগ দেওয়ার খবর ছড়িয়ে পড়েছিল টলিপাড়ায়। তখন অবশ্য বিজেপি যোগদান প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে পায়েল বলেছিলেন, ‘রিউমার তো কত কিছুই চলে। লেটস নট ফোকাস অন দ্যাট। যদি রাজনীতিতে যোগ দেই তাহলে অবশ্যই জানবেন। আর এসব বিষয়ে কথা বলার সঠিক সময় এখনো আসেনি। যদি আমি সিদ্ধান্ত নিই, অবশ্যই জানাব। আমার ফ্যানদের সঙ্গে সব শেয়ার করব।’

এবার রাজনীতে আসার কারণ জানিয়েছেন এ অভিনেত্রী। বিজেপিতে যোগদান প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পায়েল বলেন, ‘বেশ কিছুদিন ধরেই কথাবার্তা চলছিল। প্রথম থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে অনুপ্রাণিত করেন। আমি তার ভক্ত, ফলোয়ারও বটে। মোদিজির কাজ, রাজনৈতিক ভাবনা বরাবর আমাকে অনুপ্রেরণা জোগায়। তিনি মানুষকে অনুপ্রেরণা জোগান, সীমান্তের নিরাপত্তাকে কঠোরভাবে গুরুত্ব দেন, আত্মনির্ভরশীল হওয়ার কথা বলেন, সব ক্ষেত্রেই উন্নয়নের কথা বলেন তিনি। চেঞ্জিং ভাইভ।’

বিশেষ কোনো ক্ষোভ থেকে বিজেপি যোগ দিয়েছেন? এমন প্রশ্নের উত্তরে ভারতীয় গণমাধ্যমকে পায়েল বলেন, ‘কোনো ব্যক্তিগত ক্ষোভ বা রোষ থেকে রাজনীতিতে আসিনি। সেটা সম্ভবও না। আমি সাধারণ মানুষের কথা ভাবছি। তাদের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয়, এটা মাথায় রেখেই কাজ করতে চাই। কিসে ক্ষোভ আছে, তা নিয়ে ভাবার সময় তো এখন না।’

সাক্ষাৎকারে পায়েল জানান, সুযোগ পেলে অবশ্যই ইণ্ডাস্ট্রির উন্নতির চেষ্টা করবেন তিনি। ট্রল নিয়ে আপাতত ভাবছেন না। আপাতত রাজনীতিতে ফোকাস। রাজনীতি সামলে সিনেমার পরিকল্পনা ছকে আছে তার।

আরও খবর

Sponsered content

Powered by