রাজধানী

মুশতাকের মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ

  প্রতিনিধি ১ মার্চ ২০২১ , ৯:০৪:১৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে আজও বিক্ষোভ করেছে বাম ছাত্র সংগঠনগুলো। 

সোমবার (০১ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে লেখক মুশতাকের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান তারা।

এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাকবিতণ্ডা হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল।

কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের পাশাপাশি আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে সোমবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভার্স্কযে প্রতিবাদ সমাবেশ শুরু করে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা-প্রগতিশীল ছাত্রজোটে।

পরে ছাত্র জোটের মিছিলটি দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়ে গেলে বাধার মুখে পড়ে। পরে বাধা উপেক্ষা করে সচিবালয়ের দিকে এগিয়ে যায় মিছিল।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, আজকে তাদের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও সচিবালয় ঘেরাও কর্মসূচি ছিল।

বিদ্যুত ভবনের সামনে আবার পুলিশি বাধায় পড়ে মিছিলটি। পরে সচিবালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা এর থেকেও বৃহৎ কর্মসূচিতে যাবে। আমরা বলতে চাই এই বিবর্তনমূলক আইন যতদিন থাকবে ততদিন মানুষের জীবনের ওপর, মানুষের মতের ওপর, লেখনির ওপর আঘাত করা হবে। আমাদের প্রধান দাবি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

এসময় প্রগতিশীল জোট নেতারা, নিরাপত্তা আইন বাতিল, মশাল মিছিল থেকে আটকৃতদের মুক্তির দাবির পাশাপাশি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার বিভাগীয় তদন্ত দাবি করেন।

দায়িত্বরত পুলিশ সদস্য জানান, সচিবালয়ে তারা বিক্ষোভ নিয়ে আসে। এখানে আমাদের শক্ত অবস্থান ছিল। তাদেরকে অনুরোধ করলে তারা আমাদের অনুরোধে সাড়া দিয়ে সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করে।

আগামী বুধবার একই দাবি প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ পদযাত্রাসহ বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে প্রগতিশীল ছাত্রজোটের।

আরও খবর

Sponsered content