দেশজুড়ে

চবিতে যৌন হেনস্তা: ৫ ছাত্রলীগ কর্মী ২ দিনের রিমান্ডে

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২২ , ৭:১৯:১৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন হেনস্তার মামলায় বহিষ্কৃত ২ শিক্ষার্থীসহ ছাত্রলীগের পাঁচ কর্মীকে দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া পাঁচজন হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্র মো. আজিম (২৩) ও নৃবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র নুরুল আবছার বাবু (২২)। এছাড়া হাটহাজারী কলেজের ১ম বর্ষের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র মো. নুর হোসেন শাওন (২২),  ২য় বর্ষের ছাত্র মো. মাসুদ রানা মাসুদ (২২) এবং সাইফুল ইসলাম।

এর আগে হাটহাজারী থানা পুলিশের পক্ষ থেকে ৫ আসামিকে ৭ দিনের রিমান্ডে আনার আবেদন করা হয় আদালতে।

চট্টগ্রাম আদালতের জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আবেদন করা হয়।

অপরদিকে আসামিপক্ষ থেকে তাদের জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে আসামিদের দুই দিন রিমান্ড দিয়েছে।

এর আগে, গত ১৭ জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনায় চবির ২ শিক্ষার্থী ও হাটহাজারী কলেজের ২ শিক্ষার্থীসহ ৫ জনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content

Powered by