প্রতিনিধি ৪ এপ্রিল ২০২০ , ৬:১২:৫৯ প্রিন্ট সংস্করণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : সরকারের ঘোষণা অনুযায়ী বিনা কারণে রাস্তায় না নেমে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভার বিস্তার রোধ ঠেকাতে জয়পুরহাটের পাঁচবিবির রাস্তা-ঘাট এখন জনশূন্য। শনিবার সকাল থেকে দেখা যায়, পাঁচবিবি থানার একদল পুলিশ পাঁচমাথা ও গোহাটির তিনমাথা মোড়ে অবস্থান নিয়ে জয়পুরহাট-হিলি পাকা রাস্তা দিয়ে একের অধিক মটরসাইকেলে চেপে চলাচল করা যাত্রীকে থামিয়ে উপযুক্ত কারণ দর্শিয়ে যেতে দিচ্ছে। অপরদিকে, সঠিক কারণ দর্শাতে না পারলে মটর সাইকেলের ঐ আরোহীকে গুনতে হচ্ছে জরিমানা। একারণে পাঁচবিবির ছোট-বড় পাকা রাস্তাগুলো লোকশুন্য হয়ে পাঁচবিবি যেন অঘোষিত লক ডাউনে পরিণত হয়েছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান নিজে উপস্থিত থেকে থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যদের সহায়তায় প্রচন্ড রোদে রাস্তায় দাঁড়িয়ে এসব কাজ করতে দেখা যায়। এসময় ওসির সঙ্গে ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই মো. ফারুক হোসেন, এসআই জাহাঙ্গীর হোসেন, এসআই অসিত কুমার, এএসআই মিজানুর রহমান ও তারা মিয়াসহ পুলিশ সদস্যরা। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ বলেন, করোনা মোকাবেলায় আমরা থানা পুলিশ উপরের নির্দেশনায় এ মাসের প্রথম দিন থেকে এসব কার্যক্রম শুরু করেছি। তিনি আরো বলেন, এডিসনাল এসপি, সার্কেল এসপি, ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে যেসব মটরসাইকেল আরোহী বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই এবং বিনা কারণে রাস্তায় বের হয়েছে এ সকল অনেককে জরিমানা ও মামলা দেওয়া হয়েছে। দেশ থেকে করোনার প্রভাব মুক্ত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ওসি।