ঢাকা

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখলেন স্বামী

  প্রতিনিধি ১৪ মার্চ ২০২১ , ৯:৩৪:৪৭ প্রিন্ট সংস্করণ

নিহত গৃহবধূ খালেদা বেগম শীলা। ছবি : সংগৃহীত

স্ত্রীকে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখলেন স্বামী

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওষুধ বিক্রেতা স্বামী মনোয়ার হোসেন মজনু। অভিযোগ দায়ের হওয়ায় এ বিষয়ে তদন্ত চলছে। 

শনিবার (১৩ মার্চ) রাতে গাজীপুরের শ্রীপুরে নিজ বাড়ি থেকে খালেদা আক্তার শিলাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন এলাকাবাসী। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর আগে মেয়েকে ভাত খাওয়ানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল। এক পর্যায়ে স্ত্রীকে প্রচণ্ড পেটায় মজনু। স্বজনদের অভিযোগ, পিটিয়ে হত্যার পর শিলাকে ঝুলিয়ে রাখা হয়।

এ ঘটনায় মৃতের ছোট ভাই স্বামী মজনুকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক কামরুল হাসান।

জানা গেছে, ১৫ বছর আগে ভালোবেসে ঘর বাঁধেন শিলা-মজনু দম্পতি। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।

আরও খবর

Sponsered content