বাংলাদেশ

অন্যদের তুলনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকি বেশি

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২২ , ৭:১৭:৪৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একাধিকবার হামলা হয়েছে উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, অন্য দেশের সরকার প্রধানদের চেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকেন

আগস্ট মাস এলেই পুলিশ নিরাপত্তার দিক দিয়ে আরও সতর্ক অবস্থানে থাকে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, “অন্য দেশের সরকার প্রধানদের চেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকেন। সব বিষয়ে মাথায় রেখেই প্রধানমন্ত্রী নিরাপত্তা এবং মুভমেন্টের বিষয়ে আমাদের অধিক সতর্ক থাকতে হয়। সব বিষয়ে মাথায় রেখেই আমরা নিরাপত্তা জোরদার করেছি।”

রবিবার (১৪ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছিল, সে কারণে তার নিরাপত্তার বিষয় সম্পর্কে সবকিছু বলা সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য সব চেষ্টাই ঘাতকরা করেছে কিন্তু আল্লাহতালা তাকে বাঁচিয়ে রেখেছেন। তার হায়াৎ রয়েছে, তাই তিনি আমাদের পাশে রয়েছেন। এতগুলো হামলা হয়েছে যে, তার বেঁচে থাকার কথা না। এসব বিষয়ে মাথায় রেখেই আমরা সবসময় একটা ঝুঁকিতে থাকি।”

শেখ হাসিনা যতোদিন থাকবেন ততোদিন ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ নম্বরে আসবে। তাই যারা ষড়যন্ত্র করতে চায় তারা চাইলে ১০ বছর ধরে পরিকল্পনা করতে পারে। সেই বিষয়টা মাথায় রেখে, দেশীয়-আন্তর্জাতিক প্রেক্ষাপট, নিরাপত্তার ঝুঁকির বিষয় মাথায় রেখে নিরাত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

কোনো ধরনের হুমকি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, “জঙ্গি নিয়ে যারা কাজ করে স্পেসিফিক কোনো হুমকির তথ্য নেই। দৃশ্যমান কোনও হুমকি নেই। আগস্ট মাস আসলেই আমরা সতর্ক হয়ে যাই। বোমা হামলার মাধ্যমে পুরো আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার একটি অপপ্রয়াশ চালিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার প্লটিং ছিল এই আগস্ট মাসেই।”

ধানমন্ডি ৩২ নম্বরে কেন্দ্র করে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে জানিয়ে তিনি বলেন, “বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, কাউন্টার টেরোরিজম ইউনিটসহ বিভিন্ন বাহিনী এই এলাকায় নজরদারিতে থাকবে। মোবাইল পেট্রোল থাকবে ৩২ নম্বর ঢোকার আগে যথাযথ নিরাপত্তা তোলার জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর এর ব্যবস্থা থাকবে।”

এদিন অনুষ্ঠানস্থলে ব্যাগ, ব্যাকপ্যাক বা টিফিন ক্যারিয়ার জাতীয় কোনো কিছু না নিয়ে আসারও অনুরোধ করেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

আরও খবর

Sponsered content

Powered by